Ticker

5/recent/ticker-posts

৯৬) সূরা আলাক

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন,

২.
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ

সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্ত পিন্ড থেকে।

৩.
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

পাঠ করুন, আপনার রব বড়ই মেহেরবান,

৪.
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

৫.
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

৬.
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَى

না, মোটেই ঠিক নয়,মানুষ অবশ্যই সীমালংঘন করে,

৭.
أَن رَّآهُ اسْتَغْنَى

এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

৮.
إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى

নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

৯.
أَرَأَيْتَ الَّذِي يَنْهَى

আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে,

১০.
عَبْدًا إِذَا صَلَّى

এক বান্দাকে যখন সে নামায আদায় করে?

১১.
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى

আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

১২.
أَوْ أَمَرَ بِالتَّقْوَى

অথবা তাকওয়া অবলম্বনের শিক্ষা দেয়।

১৩.
أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّى

আপনি কি মনে করেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

১৪.
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى

সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

১৫.
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ

কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তার মাথার সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

১৬.
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ

মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

১৭.
فَلْيَدْعُ نَادِيَه

অতএব, সে তার সভাষদদেরকে আহ্বান করুক।

১৮.
سَنَدْعُ الزَّبَانِيَةَ

আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে,

১৯.
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ

কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সিজদা করুন আর (আল্লাহর) নৈকট্য অর্জন করুন। [সিজদাহ্]